স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে ফজলু। তিনি একজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। জন্মগতভাবে দুই হাত ও এক পা নেই। এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যেতেন তিনি। তবে এ প্রতিবন্ধকতা তার লেখাপড়ায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এক পা দিয়ে লিখে এবার তিনি এইচএসসি পাস করেছেন।
এসএসসির পর এবার তিনি জিপিএ ২.৭৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। তাঁর এই ফলাফলে খুশি তার পরিবার।
ফজলু বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে গিয়ে মিটুয়ানী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তাকে স্কুলে নিয়ে যেত তার ছোট বোন আসমা। এই বিদ্যালয় থেকে ফজলু এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫৬ পেয়ে পাস করেন। জেএসসিতে ৩.৭৫, পিইসিতে ২.১৭ ও বেলকুচির দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাস করলেন।
এটিভি বাংলা/শ্রাবন্তী
Leave a Reply