বিনোদন প্রতিবেদক:
বিশ্ব চলচ্চিত্রের বহুল প্রতীক্ষিত আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস খ্যাত অস্কার। ৮ই ফেব্রুয়ারি ২৩টি ক্যাটগরিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।সিনেমাজগতের অন্যতম বড় আয়োজন অস্কারের জন্য মুখিয়ে থাকেন বিশ্বের অসংখ্য চলচ্চিত্রপ্রেমী। এবারের অস্কারের জন্য ঘোষণা করা হয়েছে মনোনীত তারকা ও কলাকুশলীদের নাম। মনোনয়ন ঘোষণা করেন অভিনেতা লেসলি জর্ডান ও অভিনেত্রী-প্রযোজক ট্রেসি এলিস রস।
সেরা সিনেমা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে বেলফাস্ট, কোডা, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালে, দ্য পাওয়ার অব দ্য ডগ ও ওয়েস্ট সাইড স্টোরি।
সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন বিইং দ্য রিকার্ডোসের হাভিয়ার বারদেম, দ্য পাওয়ার অব দ্য ডগের বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিক টিক বুমের অ্যান্ড্রু গারফিল্ড, কিং রিচার্ডের উইল স্মিথ ও দ্য ট্রাজেডি অব লেডি ম্যাকবেথে এ অভিনয় করা ডেনজেল ওয়াশিংটন।
সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন দ্য আইস অব টেমি ফেই সিনেমার জেসিকা চ্যাস্টেইন, দ্য লস্ট ডটারের অলিভিয়া কোলম্যান, বিইং দ্য রিকারডোসের নিকোল কিডম্যান, প্যারালাল মাদারসের পেনেলোপি ক্রুজ ও স্পেন্সারের ক্রিস্টেন স্টুয়ার্ট।
সেরা পরিচালকের তালিকায় নাম রয়েছে বেলফাস্টের পরিচালক কেনেথ ব্রানা, ড্রাইভ মাই কারের রিয়ুসুকে হামাগুচি, লিকোরিস পিৎজার পল টমাস অ্যান্ডারসন, দ্য পাওয়ার অব দ্য ডগের জেন ক্যাম্পিয়ন ও ওয়েস্ট সাইড স্টোরির স্টিভেন স্পিলবার্গ।
হলিউডের ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২৭শে মার্চ।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply