সিলেটের দেয়া ১শ’ ৮৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে উইল জ্যাকস এর হার না মানা ৯১ রানে ভর করে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে চ্যালেঞ্জার্স।
চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন সিলেটের দুই ওপেনার আনামুল হক বিজয় আর কলিন ইনগ্রাম। তবে দলীয় ৪১ রানে ইনগ্রামকে বোল্ড করেন মেহেদি মিরাজ। মিজান টিকতে না পারলেও, সিমন্স-বোপারা জুটিতে বড় স্কোরে ভীত পায় সিলেট। ৪২ আসে সিমেন্সর ব্যাটে, আর ৪৪ রান করেন বোপারা। শেষে মোসাদ্দেকের ৩৫ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৮৫ রানের পুজি পায় সানরাইজার্সরা।
জবাবে ব্যাট করতে নেমে উইল জ্যাকসের ব্যাটে শুরুটা ভালোই করে চট্টগ্রাম। জাকির, আফিফরা রান না পেলেও, ওয়ালটন করেন ৩৫। পরে শামিম ৭ বলে ২১ করে ফিরলেও, ৯১ রানে অপরাজিত থেকে চট্টগ্রামের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন উইল জ্যাকসভ।
এটিভি বাংলা/শুভ্র
Leave a Reply