নিউইয়র্কের ওজন পার্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্থানীয় সূত্র জানান, ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ওই বাংলাদেশির নাম মোদাচ্ছের খন্দকার। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। ওজন পার্কের ২০০ ফরবেল স্ট্রীটের বাসায় স্ত্রী ও ৪ বছরের সন্তান নিয়ে বাস করছিলেন।

নিহত যুবক খন্দকার মোদাচ্ছের (৩৬) নিউইয়র্কের জে এফ কে এয়ার পোর্টে কর্মর্স্থল থেকে ফেরার পথে নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত ওজন পার্কের গ্লেনমোড় ও ফরবেল স্ট্রিটে  কর্ণারে  বন্দুকধারী  দুটি   করে দ্রুত চলে যায়। খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিতে নিহত ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তার স্ত্রী এবং এক ছেলে রয়েছে। ব্রুকলিনের বাসিন্দা মোদাসসার খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায় দূর্বৃত্তরা গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে তিনি বাঁধা দিলে গুলি করে তাকে হত্যা করা হয়।

উল্লেখ্য এই ওজন পার্কেই ২০১৬ সালে বাংলাদেশী দু’জন ইমাম ও মুয়াজ্জিনকে দিনে দুপুরে মোটর সাইকেল থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগেই একই এলাকায় ইনকিলাবের সাংবাদিক মিজানুর রহমান খুন হয়েছিলো। এছাড়া প্রায়ই ওই এলাকায় বাংলাদেশি কমিউনিটির উপর সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে।

এই বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত  নিউইয়র্ক সিটিতে শতাধিক বন্দুক হামলা হয়েছে। গুলিতে নিউইয়র্ক পুলিশের দুজন অফিসার নিহত হয়েছে। হঠাৎ আইন শৃঙ্খলার অবনতির ঘটনায় গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্কে এসেছিলেন। তিনি ম্যানহাটন পুলিশ প্রধান কার্যালয়ে নিউইয়র্কের গভর্ণর ক্যাথি হুচুল ও মেয়র এরিক এডামস’র সাথে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *