ডেস্ক রিপোর্ট:
আগামী সপ্তাহের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যে চলতি বছরের এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম। তিনি বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের আশা করছি।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে।
২০২১ সালের ২ ডিসেম্বর শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি বা ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।
এইচএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ছিল ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫১ হাজার ৪০৬ জন। ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৮২৭ জন। ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৬৪২ জন।
এটিভি বাংলা/শ্রাবণ
Leave a Reply