এছাড়া সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৭১টি ল্যাবে ৪১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৫৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে দাঁড়াল।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৪৩ জনের ২৬ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে ১৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আর চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২, খুলনা বিভাগে ১৩, ময়মনসিংহে ১ জন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৮ জনের মৃত্যুর খবর জানান হয়। এছাড়া ৪৪ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্তের কথা জানান হয়। সে হিসাবে গতকালের তুলনায় করোনা শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু।
এদিকে, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৭৪৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৭০ হাজার ৯২৭ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৮৫৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।
এটিভি বাংলা/শ্রাবন্তী
Leave a Reply