বিনোদন প্রতিবেদক:
শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত স্থগিতের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
সোমবার (৭ ফেব্রুয়ারি) নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
এরআগে, আজ দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা নিপুণের পদ স্থগিত করা হয়েছে।
এছাড়া সমাজসেবা অধিদফতরের দেওয়া চিঠির কার্যক্রমও স্থগিত করেছেন আদালত।
এটিভি বাংলা/শ্রাবন্তী
Leave a Reply