স্টেশন থেকে প্রকাশ্যে তুলে নিয়ে গণধর্ষন। সাহায্যে এগিয়ে আসেনি কেউ
এটিভি নিউজ ডেক্স
-
Update Time :
সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
-
৩৩০
Time View
- নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনে ঘুরতে গিয়ে গত শনিবার এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে মামলা হয়েছে। স্বামীকে মারধর করে স্ত্রীকে স্টেশনের অদূরে নিয়ে দুর্বৃত্তরা দলবদ্ধ ধর্ষণ করেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজনের কাছে সহযোগিতা চেয়ে পাননি তাঁরা। ‘সহযোগিতা করলে বিপদ বাড়বে’ ভেবে প্রথমে কেউ এগিয়ে আসেননি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।গত শনিবার রাত থেকে স্টেশন এলাকার মানুষ ধর্ষণের ঘটনাটির বিষয়ে জেনে যান। তাঁদের কয়েকজন বলেন, ওই নারীর স্বামী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার আগে স্থানীয়দের কাছে তাঁকে মারধর করে স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু কেউ তাঁকে সহযোগিতা করেননি। ‘সহযোগিতা করলে বিপদ বাড়বে’ বলে তাঁরা কেটে পড়েন। তাঁকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি ৯৯৯-এ কল দেন।স্থানীয়দের সহায়তায় ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply