ডেস্ক রিপোর্ট:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানায়, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলহাজ মোল্লা ও সুজন হোসেন মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় থেকে নগরীর ময়লাপোতা মোড়ের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে লায়ন্স স্কুলের সামনে একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের কিছুটা ঘষা লাগে। এসময় প্রাইভেট কারের যাত্রীরা নেমে আরও কয়েকজন যুবককে ডেকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করে।
এ খবর ছড়িয়ে পড়লে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নগরীর গল্লামারি মোড় ও লায়ন্স স্কুলের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে ছাত্রদেরকে শান্ত করলে পরে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
পুলিশ জানিয়েছে, পরবর্তীতে এ ঘটনায় লায়ন্স স্কুলে সব পক্ষকে নিয়ে বৈঠক করা হয়। এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তারা থানায় মামলা করবেন।
এটিভি বাংলা/নাফিসা
Leave a Reply