এর আগে, দুপুর থেকে টানা বৃষ্টিতে ভেস্তে গেছে বরিশাল ও সিলেটের ম্যাচ। আড়াই ঘণ্টা অপেক্ষার পর দিনের প্রথম ম্যাচটি বাতিল করা হয়। সেই ম্যাচের পয়েন্টও ভাগাভাগি করা হয়।
ম্যাচ বাতিল হলেও এক পয়েন্ট করে যোগ হয়েছে ঢাকা ও কুমিল্লার পয়েন্ট টেবিলে। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল কুমিল্লা। অন্যদিকে তিনে থাকা মিনিস্টার ঢাকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে তামিম-রিয়াদরা।
শুক্রবার দুপুর দেড়টায় মিরপুরে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা মাঠে গড়াতে বিলম্ব হয়। পরে বৃষ্টি না থামায় বিকেল ৪টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ কারণে, হোটেল থেকে স্টেডিয়ামে উপস্থিত হলেও ড্রেসিংরুম থেকে মাঠে নামতে পারেননি ক্রিস গেইল, সাকিব আল হাসানরা। এতে পয়েন্ট ভাগাভাগি হওয়াতে ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের দুইয়ে থাকছে। ৭ ম্যাচে তাদের নামের পাশে ৯ পয়েন্ট। অন্যদিকে সিলেট আছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ৬ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে দলটি।
এটিভি বাংলা/শ্রাবন্তি
Leave a Reply