স্পোর্টস ডেস্ক:
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের আসর সেরা বোলিং এবং ইমরুল-লিটনের ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম ওভারেই ওয়ালটনকে ফেরান নাহিদুল। দ্বিতীয় উইকেট জুটিতে চাপ সামলে রানের চাকা সচল রাখেন উইল জ্যাকস ও আফিফ হোসেন। দুজনে মিলে গড়েন ৬২ রানের জুটি।
সাজঘরে ফেরার আগে ২৭ রান করেন আফিফ। শামিমের ব্যাট থেকে আসে ২৬ রান। তবে ৩১ বলে অর্ধশতক তুলে নিয়েছেন জ্যাকস। এরপর মুস্তাফিজ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় চট্টগ্রামের ইনিংস। ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন কাটার মাস্টার। ৮ উইকেটে ১৩৮ রানে থামে চট্টগ্রাম। এরপর ডিএলএস মেথডে কুমিল্লার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮ ওভারে ১৪৪ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ম্যাচের বাকি গল্পটা তৈরি করেন কেবল ইমরুল কায়েস আর লিটন দাস। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দু’জনে কোনো সুযোগই দিলেন না প্রতিপক্ষকে। ইমরুল-লিটনের উদ্বোধনী জুটি থেকেই আসে ১৩৮ রান। শেষের আগে লিটন ফিরলেন, কিন্তু ততোক্ষণে কুমিল্লার জয় অবশ্য নিশ্চিত হয়ে গেছে। এরপর আনুষ্ঠানিকতাটা সেরে চট্টগ্রামকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে ইমরুল কায়েসের দল। ৬টি চার এবং পাঁচটি ছয়ে ৬২ বলে ইমরুল কায়েস উপহার দেন ৮১ রানের ঝকঝকে ইনিংস। আর ৩৭ বলে ৫৩ রান করেন লিটন দাস। তিন ছয় এবং ৪টি বাউন্ডারিতে সাজানো ছিল তার এই ইনিংস।
এটিভি বাংলা/সুমন
Leave a Reply