ডেস্ক রিপোর্ট:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও তারা করোনা আক্রান্ত হলেন। সোমবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
এর আগে ২০২০ সালের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করতে হয় তাকে। তবে ২০২১ সালের ১৯শে ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সংবাদমাধ্যমকে জানান, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ রয়েছেন।
প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে পরেই তার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এলো।
এটিভি বাংলা/সুমন
Leave a Reply