লাইফস্টাইল ডেস্ক:
মেষ/ Aries রাশিফল Rashifal ( মার্চ ২১– এপ্রিল ২০): সময়টায় ভ্রমণের পরিকল্পনা না করলেই ভালো। স্বাস্থ্য সংক্রান্ত ঝামেলা থাকবে। দেহে ক্লান্তি থাকবে। ব্যবসায়িক সুযোগ লাভজনক হবে। সহকর্মীর থেকে ভালো ফল পাবেন। সৃজনশীল কিছু ভাবনা আসতে পারে।
বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১ – মে ২১): আমোদ-প্রমাদে সমস্যা ডেকে আনতে পারেন। সহকর্মীর সাথে সম্পর্ক ভাল নাও রাখতে পারেন। আর্থিক অসুবিধা থাকবে। ব্যবসায়ে অসতর্কতার কারণে আর্থিক লোকসান হবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ছোট কোনো সমস্যার মুখোমুখি হবেন, তবে অনেককিছু জানতে পারবেন।
মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২ – জুন ২১): দিনটিতে ইতিবাচক চিন্তা রাখুন। অনেকেই আজ আপনার প্রশংসা করবেন। প্রচেষ্টায় সফল হবেন। নতুন উদ্যোগ নিতে পারেন। ঋণ দেওয়া অর্থ ফেরত পাবেন। পরিবারে কোনো ব্যক্তির কারণে গর্বিত হবেন। প্রেমে নতুন মোড় আসবে।
কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২ – জুলাই ২৩): দিনটিতে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হবে। কর্মভাবে অবাঞ্চনীয় কিছু বিষয়ের জন্য উদ্ভাবনী চিন্তার বাড়বে। সহকর্মীদের সাথে মিশুকে স্বভাব রেখে চলুন। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন।
সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪ – আগস্ট ২৩): দিনটিতে দুর্দশায় থাকা কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারেন। শরীরের সংক্রমণ বাড়তে পারে। অন্যদের থেকে নিজেকে মুক্ত রাখুন। নিরাপদ স্থানে থাকুন, নয়তো মুশকিল। আত্মীয়ের সঙ্গে অযাচিত কোনো বিষয়ে আলাপ হতে পারে।
কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): দিনটিতে ক্ষনিকের আবেগ ঝামেলায় ফেলতে পারে। পরিবারে কারো শরীর খারাপ থাকবে। ব্যবসায়ে বিশেষ কিছু বিষয় চোখে পড়বে। আজকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। কর্মক্ষেত্রে কৌতূহল বাড়বে, অনেক কিছু জানতে পারবেন।
তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): স্বাস্থ্য খারাপ থাকবে। কাজেই সেই বিষয়ে সতর্ক হন। বিবাহিতদের একটু সামলে থাকতে হবে। অর্থ ব্যয় হবে। দৈনিক কাজ থেকে বিরতি নিন। প্রবণতা সামলান, আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মানসিক চাপ কমাতে হবে।
বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): মোটের উপর স্বাস্থ্য ভাল থাকবে। কর্মক্ষেত্রে সুযোগ পাবেন। ব্যবসায়িক পরিকল্পনার সুযোগ রয়েছে, কাজে লাগান। অভিজ্ঞদের সঙ্গে সময় কাটান ভাল। আজকে প্রেমে ভাল সুযোগ আসবে। সময় অপচয় করতে পারেন।
ধনু/স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): ঘরের উত্তেজনা আপনাকে বাকরুদ্ধ করবে। শারীরিক সমস্যা বাড়বে। বিরক্ত না হলেই ভাল হয়। আজকে টাকা ব্যয় হবে। প্রেমে নতুন মোড়। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। আজ প্রত্যাশা থাকলে ভাল।
মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): শরীরের যত্ন নিন। আজকে অর্থ বিনিয়োগ করবেন না। পরিবারের প্রতি সময় দিন। কর্মস্থলে কোনো অভিযোগ আসতে পারে। প্রেম সাক্ষাতে ভালো ফল পাবেন।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): দিনটিতে নতুন কিছু শিখতে পারেন। আগের থেকে আপনার কদর বাড়বে। আবেগ নিয়ন্ত্রণে কষ্ট হবে। চারপাশের মানুষের প্রতি সদয় হন, অন্যকে জোর করবেন না। আজকে প্রেম জীবনে অনেক কিছু মিটমাট হবে। ক্লান্তি গ্রাস করতে পারে।
মীন/ পিসেস (Pisces) (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): অন্যের কথায় কান দেবেন না। দীর্ঘমেয়াদি ভিত্তিতে লাভ পাবেন। দিনটিতে অত্যধিক শক্তি এবং উদ্যম থাকবে। ফলাফল আপনার পক্ষেই আসবে। সিদ্ধান্ত নেওয়ার আগে পরীক্ষা করুন। কর্মক্ষেত্রে বিবেচনা করে এগোন, আজ অনেক কিছু আপনার পক্ষে থাকবে।
এটিভি বাংলা/সুমন
Leave a Reply