নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’- এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সংসদ সচিবালয়ের পরিচালক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। বিলটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের আইন বৃহস্পতিবার সংসদে পাস হয়। এর আগে গত রবিবার বিলটি সংসদে তোলা হয়েছিল। নতুন এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ই ফেব্রুয়ারী।
এর আগে সন্ধ্যায় বিলটির সম্মতি চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। নির্বাচন কমিশন গঠনে এ আইনটি বৃহস্পতিবার সংসদে পাস হয়। গত ২৩ জানুয়ারি সংসদে বিলটি তোলা হয়েছিল। নতুন এ আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে।
এটিভি বাংলা/আমান
Leave a Reply