ডেস্ক রিপোর্ট:
আর একদিন পর শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। একদিকে করোনা সংক্রণের উর্ধ্বগতি। অন্যদিকে প্রথমবারের মতো ঢাকার বাইরে মেলার আয়োজনের ফলে লোকসানের শঙ্কা ছিলো বিক্রেতাদের। তবে মেলার ২৮তম দিনে আয়োজকরা জানান, প্রত্যাশার চেয়েও বিক্রি ভালো হয়েছে। তবে সব জায়গাতেই উপেক্ষিত ছিলো স্বাস্থ্যবিধি।
ছুটির দিন সকাল থেকে মেলায় দর্শনার্থীদের সমাগম কম থাকলেও, দুপুরের পর থেকে বাড়তে থাকে ভিড়। মেলায় শেষ দিকে বিভিন্ন খাবার পণ্যের বিক্রি বাড়াতে দেয়া হয়েছে নানা ধরণের অফার।
এদিকে করোনার ঝুঁকিতেও মেলা এসেছেন ক্রেতারা। ঘুরে দেখার পাশাপাশি কিনছেন পছন্দের পণ্যসমাগ্রী। শুরুতে মেলায় বিক্রি নিয়ে আশঙ্কা থাকলেও শেষ দিকে বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতারা।
ছুটির দিনে অতিরিক্ত এক ঘন্টা খোলা থাকছে মেলা। ক্রেতা -দর্শনার্থীরা প্রবেশ করতে পারছে রাত ১০টা পর্যন্ত। তবে বরাবররে মতোই উপেক্ষিত থেকে যাচ্ছে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি।
এটিভি বাংলা/আমান
Leave a Reply