অনলাইন ডেস্ক:
চলতি সপ্তাহে কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ইউনিলিভার। বেশ কয়েকদিন ধরেই বিনিয়োগকারীদের সঙ্গে চলমান সঙ্কট নিরসনে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি পাঁচ হাজার কোটি পাউন্ডের বিনিময়ে গ্ল্যাক্সোস্মিথক্লাইন- জিএসকের ভোক্তা স্বাস্থ্য বিভাগকে কিনতে ব্যর্থ হয় ইউনিলিভার। এরপর থেকে ভোক্তাপণ্য জায়ান্টটির শেয়ার দর নেমে যায় উল্লেখযোগ্যভাবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য, সৌন্দর্য ও পরিচ্ছন্নতা খাতে ব্যবসা সম্প্রসারণের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রতিশ্রুতি দেয়া হয় স্বল্প লাভজনক ব্যবসা বিক্রি করারও। তবুও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
ইউনিলিভার জানায়, গ্ল্যাক্সোস্মিথক্লাইন- জিএসকের স্বাস্থ্য বিভাগকে কিনতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির ৬৮ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যা তারা শীঘ্রই ঘোচাতে পারছেন না। উল্লেখ্য, যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ইউনিলিভারে বিশ্বজুড়ে প্রায় দেড় লাখ কর্মী কর্মরত রয়েছেন।
এটিভি বাংলা/শুভ
Leave a Reply