ডেস্ক রিপোর্ট:
টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কয়রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকাপভ্যানের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরআদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন। নিহত হেলপারের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ইটবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিলো। ধনবাড়ীর কয়াপাড়া নামক স্থানে পৌঁছালে ধনবাড়ীগামী একটি পিকআপভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংর্ঘষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পিকাপভ্যানের চালক ও হেলপারকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক ও হেলপারের মৃত্যু হয়। এসময় ট্রাকের চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি।
এটিভি বাংলা/আমান
Leave a Reply