এদিকে, আর্জেন্টিনার খেলাও অ্যাওয়ে ভেন্যুতে। ভোর সোয়া ৬টায় চিলির বিপক্ষে নামবে মেসি বিহীন আলবিসেলেস্তে বাহিনী।
কনমেবলের প্রথম দল হিসেবে এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ব্রাজিল। লাতিন অঞ্চলের কোয়ালিফাইং রাউন্ডে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে সেলেসাওরা। রাতে ইকুয়েডরের মাঠে খেলতে যাবে তিতের দল। যেহেতু এবছরই বিশ্বকাপ তাই বাকি ম্যাচগুলো ওয়ার্ল্ডকাপের প্রস্তুতির ভালো সুযোগ। ইনজুরির কারণে রাতের ম্যাচে খেলতে পারবেন না সময়ের অন্যতম সেরা ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাই তার লেফ্ট উইংয়ের দায়িত্ব সামলাবেন ভিনিসিয়াস জুনিয়ার।
অন্যদিকে, চাপ নেই, অনেকটা নির্ভার আর্জেন্টিনা দল। কাতার বিশ্বকাপের টিকিটটাও হাতে পেয়ে গেছে তারা, তাই তো আরও চনমনে আলবিসেলেস্তে শিবির। ২০১৯ সালের মাঝামাঝি শেষবার হারের স্বাদ পেয়েছিল লিওনেল স্কালোনির দল। এরপর থেকে বেড়েই চলছে আনবিটেন থাকার রেকর্ড।
এটিভি বাংলা/তুহিন
Leave a Reply