ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতে উদযাপিত হচ্ছে দেশটির ৭৩তম প্রজাতন্ত্র দিবস। সকালে সাড়ে ১০টার দিকে দিল্লীর রাজপথে বার্ষিক কুচকাওয়াজ শুরু হয়।বুধবার সকালে প্যারেডে সামরিক শক্তি তুলে ধরে ভারতের তিন বাহিনী। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
করোনার কারণে এবারের আয়োজনে অংশ নিচ্ছে মাত্র ৫ হাজার মানুষ। দুই ডোজ করোনা টিকা নেয়া প্রাপ্তবয়স্ক এবং এক ডোজ টিকা নেয়া শিশুরা আয়োজনে অংশ নেয়ার অনুমতি পেয়েছে। তবে কোন বিদেশি সৈন্যদল এবারের কুচকাওয়াজে অংশ নিচ্ছে না। সাংস্কতিক পর্বে নৃত্য পরিবেশন করছে ৪৮০ জন শিল্পী।
এর আগে, এক টুইট বার্তায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতির প্রতি শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ঐতিহ্য বজায় রেখে বুধবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন হয়। তারপর জাতীয় সঙ্গীত এবং ২১ বার তোপধ্বনি দেয়া হয়। এরপরই শুরু হয় প্যারেড। শৃঙ্খলাবদ্ধ ভাবে রাষ্ট্রপতিকে অভিবাদন দেন সেনা, আধা সেনা ও অন্যান্যরা। এরপরই শুরু বীরত্ব-পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এবারই প্রথম কুচকাওয়াজে দেখা যাবে সামরিক বিমান ও হেলিকপ্টারের কসরত। ৭৫টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অংশ নেবে তাতে।
এটিভি বাংলা/আমান
Leave a Reply