স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে সিলেট সানরাইজার্সে নাম লিখিয়েছিলেন পেসার আল আমিন হোসেন। কিন্তু সিলেটের হয়ে একটি ম্যাচও খেলা হলো না তাঁর। চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই বিপিএল থেকে ছিটকে গেলেন এই পেসার। তাঁর পরিবর্তে আলাউদ্দিন বাবুকে দলে নিয়েছে সিলেট।
বিপিএল শুরুর আগে বিসিএল চলাকালীন অনুশীলনে আঙুলে চোট পান আল আমিন। গ্রেড টুয়ের ইনজুরিতে চার সপ্তাহর জন্য ছিটকে গেছেন তিনি। ধারণা করা হচ্ছিল, বিপিএলের সিলেট পর্বে হয়ত তাঁকে পেতে পারে সিলেট। কিন্তু সবশেষ স্ক্যান রিপোর্টে ভালো না আসায় তাঁকে পাওয়ার আশা বাদ দিতে হলো সিলেটকে।
ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে গতকাল মঙ্গলবার রাতে শেষ হলো চলমান বিপিএলের প্রথম পর্ব। ঢাকায় প্রথম পর্ব শেষে দলগুলোর গন্তব্য এবার বন্দরনগরী চট্টগ্রাম।
অষ্টম বিপিএলের প্রথম পর্বে ঢাকায় মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চারটি ম্যাচ খেলেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। চার ম্যাচের একটিতে কেবল জিতেছে তামিম-মাহমুদউল্লাহর ঢাকা। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তাঁদের অবস্থান।
প্রথম পর্ব শেষে চার পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে কুমিল্লা। তারা একটিতেও হারেনি। এরপর যথাক্রমে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স।
দুই দিন বিরতির পর আগামী শুক্রবার চট্টগ্রামের মাটিতে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে সিলেট সানরাইজার্স ও ঢাকা।
এটিভি বাংলা/আমান
Leave a Reply