স্পোর্টস ডেস্ক:
বিপিএলের চলতি আসরে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট নিয়ে নতুন এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৩৯৯ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।
প্রথম ৩ ওভারে ছিলেন উইকেটশূন্য। চতুর্থ ওভারে বোলিংয়ে আসার আগে ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। তবে সাকিবের প্রথম বলেই লং-অন দিয়ে ছয় মারেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। পরের বলে তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে ডোয়াইন ব্রাভোর হাতে ধরা পড়েন তিনি। সাকিবের ৪০০ উইকেট হয়ে যায় তাতেই।
এরই সঙ্গে সাকিব ঢুকে যান টি-টোয়েন্টি ক্রিকেটের এক অনন্য ক্লাবে। আর সেই ক্লাবটি হলো স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কমপক্ষে ৪০০ উইকেট ও ৫০০০ রান করার কৃতিত্ব। সবার আগে এই ক্লাবে নাম তুলেছেন ডোয়াইন ব্রাভো। বর্তমানে কুড়ি ওভারের ক্রিকেটে ৫৫৪ উইকেটের পাশাপাশি ৬৬৭২ রান রয়েছে ব্রাভোর।
বর্তমানে এই ফরম্যাটে সাকিবের উইকেটসংখ্যা ৪০০টি আর ব্যাট হাতে রয়েছে ৫৬১০ রান। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সাকিব।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি
১/ ডোয়াইন ব্রাভো – ৫১৪ ম্যাচে ৫৫৫ উইকেট, সেরা বোলিং ৫/২৩
২/ ইমরান তাহির – ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট, সেরা বোলিং ৫/২৩
৩/ সুনিল নারিন – ৩৮৩ ম্যাচে ৪২৫ উইকেট, সেরা বোলিং ৫/১৯
৪/ রশিদ খান – ৩০০ ম্যাচে ৪২০ উইকেট, সেরা বোলিং ৬/১৭
৫/ সাকিব আল হাসান – ৩৫৩ ম্যাচে ৪০০ উইকেট, সেরা বোলিং ৬/৬
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply