ডেস্ক রিপোর্ট:
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল থেকে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত সচিবালয়ে কোন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। এরইমধ্যে দর্শনার্থী পাস ইস্যুর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে চিঠি দেয়া হয়েছে।
এদিকে, দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কমলেও আবারও বেড়েছে শনাক্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের দিন ছিল ২৮ দশমিক ০২ শতাংশ।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply