স্টাফ রিপোর্টার:
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণার পর উপাচার্যের অপসারণের একদফা দাবিতে আন্দোলন চলছে। রবিবারের ঘটনায় অন্তত ২শ’ শিক্ষার্থীকে আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান বাদী হয়ে প্রায় ২০০ জনের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে অসমর্থিত সূত্রে জানা যায়, রবিবারের সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০০ শিক্ষার্থীকে আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
এটিভি বাংলা/আমান
Leave a Reply