স্পোর্টস ডেস্ক:
বিপিএলকে সামনে রেখে ফিটনেস ফিরে ফেরে কাজ করার সময পিঠে চোট পেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। ইনজেকশন নিয়ে সেই ব্যথা কমিয়ে ফেলেছেন।
তবে নতুন চোট পেয়ে বসেছে দেশের অন্যতম সফল এ ক্যাপ্টেনকে। পুরোনো রান আপে বোলিং অনুশীলন করতে গিয়েই নতুন আবার ইনজুরিতে পড়ে গেছেন মাশরাফি।
কোমরের নিচের দিকে টান লাগায় আর বোলিং করতে পারেননি। মিরপুরের একাডেমি মাঠে আজ মঙ্গলবার, ১৮ জানুয়ারি বোলিং অনুশীলনের সময় ফের চোট পেয়েছেন মাশরাফি।
ফলে মাশরাফির মাঠে ফেরা ফের পিছিয়ে গেল। বিপিএলের শুরুর দিকের কয়েক ম্যাচ বর্ষীয়ান এ পেসারকে পাবে না মিনিস্টার গ্রুপ ঢাকা।
বিপিএলের শুরুতে না খেলতে পারার প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘চোটের অবস্থা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। দুই-একদিন গেলে আরেকটু পরিষ্কার হবে। প্রথম ম্যাচ হয়তো আমি এমনিতেই খেলতাম না, ভালোভাবে অনুশীলন করে তারপর নামতাম। এখন শুরুর দুয়েকটি ম্যাচ খেলতে পারব না বলেই মনে হচ্ছে।’
২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর আর মাঠে নামেননি মাশরাফি। এবার ঢাকার হয়ে বিপিএল দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে মুখিয়ে রয়েছেন এ ক্রিকেটার সুপারস্টার।
এটিভি বাংলা/আমান
Leave a Reply