প্রেম ভালোবাসা বিয়ের কোন বয়স নেই। আবারো প্রমানিত হলো। ৯০ বছর বয়সে ৪০ বছরের যুবতীকে বিয়ে করে তাক লাগিয়ে দিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ৫ বারের সাবেক সভাপতি ইসমাঈল হোসেন। একাকিত্ব কাটতেই নতুন করে জীবন সংগী নিলেন বলে জানালেন তিনি। ৫ সন্তানের জনক ইসমাঈল হোসেনের স্ত্রী মারা যান ৭ বছর আগে। বিয়ের খবর শুনে বাবা ও নতুন মাকে সাদরে ঘরে নিলেন ইসমাঈল হোসেনের বড় ছেলে এডভোকেট আশরাফ সিদ্দিকী। তিনি বলেন, আমার মা মারা যাওয়ার পর বাবা খুব একা হয়ে পড়েন। এই বিয়েতে আমাদের পরিবারের মত রয়েছে। মূলত বাবার একাকিত্ব সময় কেউ পাশে থাকতে এ বিয়ের আয়োজন।
সোমবার দুপুরে কুমিল্লা শহরের দেশওয়ালী পট্রিতে ৫০ জনের বরযাত্রী নিয়ে বিয়ে করেন এডভোকেট ইসমাঈল হোসেন। ৪০ বছর বয়সী নব বধুকে নিয়ে ফুলেল সাজানো গাড়ি বহর নিয়ে ঘরে ফিরে সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেন। ১৯৭০ সালে তিনি কুমিল্লা কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। ব্যক্তি জনপ্রিয়তায় ৫ বার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন তিনি। এদিকে পড়ন্ত বয়সে বিয়ের খবরটি ছিলো সোমবার “কুমিল্লার টক অব দ্য টাউন”।
Leave a Reply