সেরা হওয়ার মূল লড়াইটা হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সাথে বায়ার্নের পোলিশ ফরওয়ার্ড লেওয়ানডফস্কির। ইতিমধ্যেই ব্যালো দো অরের দখল নিয়েছেন মেসি, যা তার ক্যারিয়ারের সপ্তম। আর্জেন্টিনার হয়ে আঠাশ বছর পর কোপা আমেরিকার শিরোপা জেতায় এগিয়ে আছে মেসি।
তবে, চলতি মৌসুমে সব চেয়ে বেশি গোল লেওয়ানডফস্কির। বায়ার্নের হয়ে জিতেছেন লিগ শিরোপাও। ইন্ডিভিডুয়াল পারফরমেন্সে তাই এগিয়ে লেওয়া। গোল বা পারফরমেন্সে বছরটা ভালো কাটালেও লিভারপুল বা ইজিপ্টের হয়ে দলীয় কোন শিরোপা না জেতায় কিছুটা পিছিয়েই থাকবেন মোহম্মদ সালাহ।
বর্ষসেরা পুরুষ ফুটবলার, সেরা মহিলা ফুটবলার, পুরুষদের ফুটবলে সেরা কোচ, মহিলাদের ফুটবলে সেরা কোচ, পুরুষদের ফুটবলে সেরা গোলকিপার, মহিলাদের ফুটবলে সেরা গোলকিপার সহ নানা বিভাগে পুরস্কার দেয়া হবে। ২০১৭ সাল থেকে এই পুরস্কার দিচ্ছে ফিফা।
এটিভি বাংলা/ আমান
Leave a Reply