আসছে গাজী আপেল মাহমুদ’র “মাই ওয়াইফ ইজ”…

সম্প্রতি শুটিং শেষ হলো সবুজ ছায়া নিবেদিত এবং গাজী আপেল মাহমুদ রচিত ও পরিচালিত একক নাটক “মাই ওয়াইফ ইজ …”। নাটকটি আগামী ১৫ জানুয়ারি, রাত ৮ টায় চ্যানেল নাইনে সম্প্রচার করা হবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান রয়, শাকিলা আক্তার, জামাল রাজা,শিখা কর্মকার, আনিকা ঈশা, আবকারিয়ান হিসান ফাবি ও গাজী আপেল মাহমুদ । নাটকটির নির্বাহী প্রযোজক বাশেদ সিমন এবং প্রযোজনা করেছেন ওয়াইল্ড ড্রিম মাল্টিমিডিয়া। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন আহমেদ ইয়াসিন ও আলেয়া আলো । পরিচালক গাজী আপেল মাহমুদ বলেন নাটকটিতে রয়েছে কমেডি ও রোমান্টিকতার এক সংমিশ্রণ, আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। এছাড়াও নামের মধ্যে রয়েছে এক ধরনের টুইস্ট যা এখনি প্রকাশ করতে চাই না, দর্শকরা নাটকটি দেখার পরেই বিষয়টি বুঝতে পারবেন। এ বিষয়ে অভিনেতা প্রান রয় বলেন, গাজী আপেল মাহমুদ একজন গুনী নির্মাতা তার সাথে কাজের বোঝাপড়াটাও খুব ভালো। এই নাটকে আমি একজন ভোলা ভালা স্বামীর চরিত্রে অভিনয় করেছি বউয়ের শাসনের অন্তারলে ভালোবাসার গভীরতা ফুটে উঠেছে এই গল্পে। সেই সাথে রয়েছে বিভিন্ন খুনসুটি আর কমেডি সব মিলিয়ে আশাকরি নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করা শাকিলা আক্তার বলেন, নাটকটিতে আমি প্রান রয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। গাজী আপেল মাহমুদ ভাই খুব যত্ন করে নাটকটি তৈরি করেছেন ফলে আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চরিত্রের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছি নাটকটি দর্শকদের ভালো লাগবে এই আত্মবিশ্বাস আমার রয়েছে। কেননা গাজী আপেল মাহমুদ গল্প বলার ক্ষেত্রে যে পারদর্শীতার পরিচয় দিয়েছেন তাতে দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করবে।


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *