ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার স্ত্রী ও কন্যাকে সাথে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। এসময় গণসংযোগে পুরুষদের পাশাপাশি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
আজ বিকেলে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। এসময় মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের হাতি প্রতীকের পক্ষেও ভোট চান তিনি।
খোরশেদ বলেন, ওয়ার্ডবাসীর প্রতি আমার আহ্বান আপনারা ভোট কেন্দ্রে আসবেন। যাকেই ভোট দেননা কেন আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা না আসলে ভোট চোরেরা সুযোগ পাবে। আপনারা যাকে খুশি তাকে ভোট দিন। যদি আমাকে আপনারা বিপদে-আপদে পাশে পেয়ে থাকেন আমাকে ভোট দিবেন। কিন্তু প্রথম দাবি আপনারা ভোট দিতে আসবেন।
ভোটাররা জানান, খোরশেদ একজন জনপ্রিয় কাউন্সিলর। তিনি দুইবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। করোনার সময় তিনি অনেক সাহায্য করেছেন। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। গভীর রাতে মানুষের ঘরে ঘরে খাবার, ওষুধসহ নানা সামগ্রী দিয়েছেন। ভোটাররা তাকে বিপুল ভোটে জয়ী করবেন।
এটিভি বাংলা /হৃদয়
Leave a Reply