ঢাবিতে কাওয়ালি গানের আসরে ছাত্রলীগের হামলা

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অনুষ্ঠিত কাওয়ালি গানের আসরে মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আধাঘণ্টা পর ​ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের আয়োজনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাবি সূত্রে জানা যায়, হামলায় জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক রাব্বী হক, কর্মী ফরিদ জামান, জসীমউদদীন হল শাখা ছাত্রলীগের কর্মী তুষারসহ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

আয়োজকদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ইন্ধনে এই হামলা চালানো হয়েছে। আয়োজনের শুরু থেকেই সাদ্দাম হোসেন নানাভাবে এই কাওয়ালি গানের আসর না করার জন্য নিষেধ করে আসছিল। এর প্রেক্ষিতে টিএসসিতে টানানো ওই প্রোগ্রামের ব্যানারও নামিয়ে ফেলার চেষ্টা করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, কারা হামলা চালিয়েছে জানি না। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

এটিভি বাংলা/হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *