ফেসবুক অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিগালাজ, ভীতি প্রদর্শন, হেয় প্রতিপন্ন কিংবা অপমান করলে আপনার করনীয়:
২০০৪ সালে জাকারবার্গ এবং তার বন্ধুদের প্রচেষ্টায় ফেসবুক প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠিত হওয়ার পর মাত্র কয়েক বছরেই ফেসবুক হয়ে ওঠে পৃথিবীর সবথেকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে অনেক সুবিধা যেমন রয়েছে তেমনি তৈরি হয়েছে অনেক নিত্যনতুন সমস্যা। মানুষ প্রতিনিয়ত নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
ফেসবুকে যে সকল অপরাধ সংঘটিত হয় তার ভিতর সবচেয়ে বেশি হল অন্যকে কটাক্ষ করে গালিগালাজ, আক্রমণাত্মক কথা বলা, ভীতি প্রদর্শন করা, হেয় প্রতিপন্ন করা,অপমান ইত্যাদি।
এই সকল অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ নামে আইন পাশ করা হয়েছে। এই আইনের ২৫ ধারায় এই সকল অপরাধের বর্ণনা এবং শাস্তির কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত ২৫ ধারা অনুসারে যদি কোন ব্যক্তি এই ধরনের অপরাধ করে তাহলে তার ৩ বছরের কারাদণ্ড অথবা তিন লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
যদি কোন ব্যক্তি দ্বিতীয় বার বা পুনঃপুন সংগঠন করে তাহলে তার পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
যদি কোন ব্যক্তি আপনাকে ফেসবুকে গালিগালাজ, হেয় প্রতিপন্ন কিংবা অপমান করেন তাহলে আপনি প্রথমেই সেটার স্ক্রীনশট দিয়ে রাখবেন প্রয়োজন হলে আপনার আরো অন্য ফ্রেন্ডকে স্ক্রিনশট দিতে বলবেন। যদি সম্ভব হয় তাহলে উক্ত পোষ্টের ইউ আর এল সংরক্ষণে রাখবেন। এই সকল বিষয়গুলো নিয়ে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন। থানা যদি মামলা গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করে তাহলে আপনি সরাসরি আদালতে মামলা করতে পারবেন।
Leave a Reply