শরীফুল রাজ ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচিত হন। অবশ্য এর আগেই বেশ কয়েকটি টেলিভিশন নাটক করেই আলোচনায় আসেন এই অভিনেতা। অনেকেই মেধাবী হিসেবে বিবেচনা করেন রাজকে। তবে তারও আগে ‘আইসক্রিম’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
জানা গেছে, এই শরীফুল রাজের সঙ্গেই পরীমনির বিয়ে সম্পন্ন হয়েছে। শরীফুল রাজ বলেন, ‘আমরা গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেছি। বিষয়টি একেবারে আমরা চেপে গিয়েছিলাম। এখন তো আর চেপে গিয়ে লাভ নেই। আমি বাবা হচ্ছি, আনন্দে আত্মহারা আমি। এই সময় তো সব কিছু বলতেই পারি।’
তিনি বলেন, ‘আসলে শুটিং সেটে আমাদের আলাপ হয়। ধীরে ধীরে একটা ভালো লাগা , ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়, এর পরেই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।’
আমরা খুব বড় করে বিয়ের অনুষ্ঠান করব, সকলকেই দাওয়াত করব।’
রাজ বলেন, এই মুহূর্ত থেকে আমরা আসলে বা-মামা হওয়ার প্রস্তুতি নিচ্ছি। ও (পরীমনি) দেড় বছর নতুন কোনো কাজ করবে না। আর আমিও কাজ কমিয়ে দেব। কারণ এখন ওর টেক কেয়ার করতে হবে।’
চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। এ ছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। ২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম। চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।
২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘ন ডরাই’ মুক্তি পেয়েছিল। এ ছাড়াও পরান ও হাওয়া শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ।
পরীমনি ও শরীফুল রাজকে নিয়ে মিডিয়ায় আলোচনা ছিলো পরিমনী গ্রেফতার হওয়ার আগে থেকেই। কিন্তু মাঝখানে পুলিশ অফিসার সাকলাইনের জন্মদিন, অন্তরংগ সময় কাটানো। এসব কারনে আলোচনার চোখ অন্যদিকে সরে যায়। আলোচনা সমালোচনা যাই থাকুক। বিয়ে এবং বাচ্চার খবরে স্বস্তি আসছে অনেকের মনেই। যাক, এবার তাহলে সংসারী হলেন পরিমনী। পরিমনীর-রাজের সংসার আলো করতে আসছে বাচ্চা। শুভ কামনা জানিয়েছেন পরীমনির ভক্তরাও।
Leave a Reply