শোবিজের পরিচিত ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট। তারকা, মডেল, অভিনেতা-অভিনেত্রীদের লুক, গেটাপ এবং স্টাইল নিয়ে কাজ করছেন পাঁচ বছর ধরে। জনি আলোচনায় এসেছেন হিরো আলম ও টিকটকার অপু ভাই, সালমান মুক্তাদিরের লুক চেঞ্জ করে। সমালোচনার পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সম্প্রতি তিনি চালু করেছেন ফ্যাশন গ্রুমিং স্কুল। নাম ‘তানজিলস ক্রিয়েশনস’। বর্তমানে দুই শতাধিক তরুণ-তরুণীকে মডেলিং শেখাচ্ছেন জনি।

শুরুর গল্পটা কেমন ছিল? উত্তরে জনি বলেন, ‘ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনার করতে করতেই এ পথে আসা। যাদের সঙ্গে কাজ করেছি তাদের থেকে বেশ অনুপ্রেরণা পেয়েছি। মডেল আজরা মাহমুদের সঙ্গে বিভিন্ন ফ্যাশন শোতে কাজ করেছি। সেখান থেকেই উৎসাহ পাওয়া এবং কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করা।’
২০২০ সালে হওয়া দেশের সবচেয়ে বড় ফ্যাশন শো ‘ট্রেসমি ফ্যাশন উইক’ এ কাজ করেছেন তানজিল জনি। বিভিন্ন দেশের নামি মডেলদের কোরিওগ্রাফি করেছেন তিনি। এছাড়া বিভিন্ন ম্যাগাজিন, বিলবোর্ড এবং ট্রান্সজেন্ডারদের নিয়েও কাজ করেছেন এ কোরিওগ্রাফার। এছাড়া লাখনৌ ফ্যাশন উইকসহ বিভিন্ন আন্তর্জাতিক শোতে অংশ নিয়েছেন তানজিল জনি।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমাদের সবচেয়ে বড় বাধা কী? জানতে চাইলে তানজিল জনি বলেন, ‘এখানে আসলে তেমন কোনো বাধা-বিপত্তি আসে না। তবে আমাদের বিভিন্ন বিষয়ে সচেতন থাকতে হয়। যোগ্যতা, নেপোটিজম এগুলো খেয়াল রাখতে হয়। কাজের ক্ষেত্রে তেমন কোনো বাধার মুখে আমাদের পড়তে হয় না। নিজের যোগ্যতা আর সততা থাকলেই এখানে এগিয়ে যাওয়া যায়।’
ভবিষ্যতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তানজিল জনি। আলাপকালে বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশকে আরও রিপ্রেজেন্ট করতে চাই। বিশ্বের বিভিন্ন দেশে ফ্যাশন শোগুলোতে কাজ করতে চাই। নিজের স্কুলটাকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই। এছাড়া আমার নিজের একটি ফ্যাশন ব্র্যান্ড করার ইচ্ছা আছে।
Leave a Reply