দেশ ও প্রবাসের সাথে

ভালো লাগলে বন্ধুদের বলুন, ভালো না লাগলে আমাদের বলুন। খুব ছোট্র পরিসরে শখের যাত্রা। ছোট মানে অতি ছোট। না বলার মত। তবুও থাকতে চাই দেশ ও প্রবাসের সাথে । আমরা এটিভি পরিবার। একটি শখের পরিবার। আনুষ্ঠানিক বলার মত কিছুই হয়নি এখনো। নকশা তৈরি হচ্ছে মাত্র। মিডিয়া মানে হাতির খোরাক। আর টিভি বলতে তো মহাসমুদ্র। তার মধ্যে আমরা বালুকনা। এই যে গরীবের ছেলের নাম বাদশা। অনেকটা এমনই। প্রমানে যাই হোক নামে তো টিভি। তবে শ্রম আর অধ্যবসায় একদিন হয়তো আমরাও। আমরাও কি । না কিছুই না। তবুও নিজের বলে কিছু। সবার কথা বলার। বিভিন্ন মিডিয়ায় কাজ করার ক্ষুদ্র অভিজ্ঞতা। যা লিখতে চাই। তা প্রকাশ হয়না। আর যা লিখতে চাইনা। তা প্রচার করতে হয়। অনেকটা মনের জোরেই। তাই এবার নিজের মনের মত কিছু প্রকাশ করতে পারবো। কমিউনিটির ভালো কিছু প্রচার বা প্রকাশ করতে পারবো। প্রত্যাশাই আনবে আশার আলো। সংযোগ রাখতে চাই দেশ ও প্রবাসের।


Posted

in

by

Tags:

Comments

One response to “দেশ ও প্রবাসের সাথে”

  1. SM Solaiman Avatar

    ভালো লাগলে বন্ধুদের বলুন, ভালো না লাগলে আমাদের বলুন…এটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *