1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

সংক্রমনের সব রেকর্ড ভেঙে একদিনে যুক্তরাষ্ট্রে শনাক্ত ১০ লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৩৭৯ Time View
CHICAGO, ILLINOIS - DECEMBER 12: Julian Franklin gets tested for Covid-19 at a mobile test site being run by Roseland Community Hospital on December 12, 2020 in Chicago, Illinois. The seven-day positivity rate in Illinois has been slowly receding but currently stands a 10.8%. (Photo by Scott Olson/Getty Images)

ডেস্ক রিপোর্ট:

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রণের প্রভাবে সারা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এবার দৈনিক করোনা সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙ্গে গেল যুক্তরাষ্ট্রে। সেমাবার দেশটিতে ১০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে এক হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।

মহামারি শুরু হওয়ার পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এর আগে কোনো দেশে এক দিনে এতো বেশি জনের করোনা শনাক্ত হয়নি। বলা হচ্ছে, দেশটিতে এই মুহূর্তে নতুন ধরন ওমিক্রন সুনামি চলছে। সিএনবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

কোভিডের আগের দুইটি ঢেউয়ের তুলনায় তিন গুণ বেশি সংক্রমণ হচ্ছে বলে জানাচ্ছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সোমবার আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লাখষ ৮২ হাজার ৫৪৯ জন।

এর আগের দিন মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি বলেন, করোনার সংক্রমণ উলম্ব গতিতে বাড়ছে। তবে সামনের সপ্তাহগুলোতে সংক্রমণ আরও বাড়ার কথা জানিয়েছেন তিনি।

আমেরিকায় করোনা সংক্রমণে এখন চালিকাশক্তির ভূমিকায় ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। একদিনে আক্রান্তের সর্বশেষ রেকর্ড ছিল প্রায় ছ’লক্ষ। ইতোমধ্যেই আমেরিকায় সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রতি ছ’জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আট লক্ষ ২৬ হাজার মানুষের।

অন্যদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ৩০ লাখ ৭৮ হাজার ৯১১ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬৭ হাজার ৭৬১ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ১৪৯ জনে।

এটিভি বাংলা/আকিব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech