বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নেয়াকে কেন্দ্র করে মারামারি এবং ইট ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের আনন্দ শোভাযাত্রা বের হওয়ার আগে এই ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে আঘাত পান ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে হেলমেট পরিয়ে গাড়িতে নিয়ে যান। পরে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়ও আহত হন। তবে দু’জন চিকিৎসা নিয়ে আবার অনুষ্ঠানে যোগ দেন।
জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে বটতলার নিচে আগে এসে অবস্থান নেয় ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সেখানে মিছিল নিয়ে জসীমউদ্দীন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা আসেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
মারামারি থামাতে মঞ্চ থেকে বটতলার নিচে যান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পরে হাতাহাতি মারামারিতে পরিণত হয়। ইট, চেয়ার, বাঁশ ছোড়াছুড়ি হয়। এতে সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১৫ জন আহত হন ৷
এটিভি বাংলা/আনন্দ ইসলাম
Leave a Reply