ডেস্ক রিপোর্ট:
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ার আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন সোমবার ( ৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু ধারাবাহিক আলোচনা রয়েছে, সেটা চলবে।
আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে। এর আগেরটা যুক্তরাষ্ট্রে হয়েছে। এবার তারা নিজেই আগ্রহ দেখিয়েছে। এটি ভালো খবর। আমরাতো বিনিয়োগ চাই। এ বিনিয়োগ সম্মেলনকে সামনে রেখে সামান্থা পাওয়ার বাংলাদেশ আসতে চেয়েছে। আমরা তাকে স্বাগত জানাই।
এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার সঙ্গে বিনিয়োগ সম্মেলন নিয়ে আমার কথা হয়েছে।
এটিভি বাংলা/আনন্দ ইসলাম
Leave a Reply