কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজঃ সফল অধ্যক্ষ ডঃ এমদাদুল হক

 

কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজঃএবারও সর্বোচ্চ জিপিএ-৫ সহ শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে। এ কলেজ থেকে পাশ করে এ বছর

৯০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।

ডক্টর একেএম এমদাদুল হক

কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা গ্রামের গর্ব ডক্টর এমদাদুল হকের ছোট ভাই ডক্টর  একেএম মঈনুল হক মিয়াজী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বড় ভাই নুরুল হক মিয়াজী ছিলেন সোনালী ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা, মাহবুবুল হক মিয়াজী কলেজ অধ্যাপক, মোজাম্মেল হক মিয়াজী দেশের একটি খ্যাতনামা ঔষধ কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা।

কলেজ ক্যাম্পাস

কর্মঠ ও যোগ্য প্রশাসক ডক্টর এমদাদুল হক মিয়াজী যোগদানের পর কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজকে শতভাগ ডিজিটালাইজড করেছেন। আধুনিক ক্যাম্পাস, মসজিদ, পাঠাগার নির্মান।

উন্নত বিশ্বের মত প্রতিদিন অভিভাবকদের সন্তানের শিক্ষা আপডেট পৌঁছে দেয়াসহ ইতিহাস ঐতিহ্য মিলন মেলার আয়োজন করে যোগ্য ভবিষ্যৎ গঠনে নিরলস কাজ করছেন প্রফেসর ডঃ একেএম এমদাদুল হক। একজন অনুকরনীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ডক্টর এমদাদুল হক  কুমিল্লা জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবেও পুরুষ্কৃত হয়েছেন।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *