নিউইয়র্কে টাইম টিভির বর্ষপূর্তিতে কমিউনিটির মিলনমেলা

ফেরদৌসী আলিয়া, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের প্রথম বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টাইম টিভির ৭ম বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা তাজমহল পার্টি হলে অনুষ্ঠিত বর্ষপূর্তির অনুষ্ঠান নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির মিলন মেলায় পরিনত হয়৷ ৮ম বর্ষে টাইম টিভি ও ২৬ বছরে বাংলা পত্রিকা। নিরবিচ্ছিন্ন এ দুটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বাংলাদেশী ছাড়াই নিউইয়র্কের মূলধারার নির্বাচিত প্রতিনিধি অংশ নেন। বর্ষপূর্তির অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কে টাইম টিভি ও বাংলা পত্রিকার সম্পাদক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে ডিষ্ট্রিক ৮ এর কংগ্রেসেম্যান হাকিম জাফরি। বক্তব্য রাখেন নিউইয়র্কে প্রথম বাংলাদেশী নির্বাচিত কাউন্সিলর শাহানা হানিফ, স্টেট সিনেটর জন ল্যু, এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, আইটিভি সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, জনপ্রিয় ফেসবুক সেলিব্রেটি প্রিসিলা, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, আমেরিকা বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিবসহ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় টিভি উপস্থাপক দিমা নিপার দিতি। স্বাগত বক্তব্যে সম্পাদক আবু তাহের বলেন, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলা টিভি চালু হয়৷ সেই থেকে নিরবিচ্ছিন্ন কমিউনিটির পাশে কাজ করছে এই চ্যানেল। সাথে কমিউনিটির ভালোবাসাও পেয়েছি অনেক। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *